॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও দুইটি বকুল ফুলের চারা রোপন করা হয়।
জানাযায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) শেখ রাশেদউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জিয়াউল হোসেন, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ “প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” প্রতিপাদ্য এবং “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” শ্লোগানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দুইটি বকুল ফুলের চারা রোপন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।