Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এসএসসি ও দাখিল পরীক্ষার কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে গতকাল ১লা ফেব্রুয়ারী এসএসসি, এসএসসি(ভোক) ও দাখিল পরীক্ষা-২০২০ এর কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা শাহজূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সান্তনা দাস, মৈশালা দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুস সোবাহান, জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ইয়াসীর আরাফাত, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কার ও চর হরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম।
বক্তারা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আসন্ন এসএসসি, এসএসসি(ভোক) ও দাখিল পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।