॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজানের ৮ম দিনে গতকাল ৪ঠা জুন রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্ল¬া, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু ও মেয়ে কানিজ ফাতেমা চৈতী, সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী সাঈদা হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দসহ ৬শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
ইফতারের পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সমবেত সুধীবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম জাহানের জন্য সৃষ্টিকর্তার নিকট থেকে প্রাপ্ত বড় একটি ফজিলত। এই পবিত্র মাহে রমজানের সংযম শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের পার্থিব জীবন আরো সুন্দরভাবে পরিচালিত করতে হবে। যাতে এর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়।
তিনি দেশের উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহবান জানানোসহ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের দোয়া কামনা করেন।
এছাড়াও তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ এসডিজি বাস্তবায়নে ও জেলার সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। ইফতার মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।