Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইয়াছিন উচ্চ বিদ্যলয়ে প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গত ১৬ই ডিসেম্বর বেলা ১১টায় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মন্ডলের মরদেহে আনা হলে সেখানে পুষ্পস্তবক অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষকরা। একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্নায় ভেঙে পড়েন স্কুল পরিচালনা কমিটির সদস্য ফকীর আব্দুল জব্বারসহ অন্যান্য শিক্ষকরাও।
উল্লেখ্য, প্রয়াত মোহাম্মদ আলী মন্ডল ১৯৯৮ সাল থেকে ২০১২ পর্যন্ত এ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে স্কুলটিতে শোকের ছায়া নেমে এসেছে।