Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে দুঃস্থ নারীদের প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

॥কাজী তানভীর মাহমুদ॥ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাজবাড়ীতে দুঃস্থ নারীদের প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৭শে জানুয়ারী সকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় ‘নারী উন্নয়ন ফোরাম (এনইউএফ)’-এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ৫ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক(প্রতিষ্ঠান) আবু মাসুদ। এ সময় সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, এনইউএফ’র চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা, সাউথ ইস্ট ব্যাংকের রাজবাড়ী শাখার প্রধান মুরাদ রহমান, সোনালী ব্যাংক রাজবাড়ী শাখার ম্যানেজার সঞ্জয় কুমার দাস, পিও শুভশীষ সাহা, কালুখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান ও এনইউএফ’র প্রকল্প সমন্বয়কারী কারিবুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
৫দিনব্যাপী এই ব্লক বাটিক প্রশিক্ষণে ৩০জন দুঃস্থ নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ ও ব্লক বাটিকের উপকরণ বিতরণ করা হবে।