Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুরে নিজ জমিতে ঘর তুলতে পারছে না একটি অসহায় পরিবার

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের একটি অসহায় পরিবার প্রভাবশালীদের বাধার কারণে নিজের জায়গায় ঘর তুলতে পারছে না। ঘর তুলতে না পারায় জরাজীর্ণ একটি ভাঙ্গা ঘরেই তাদের বসবাস করতে হচ্ছে।
অসহায় ওই ব্যক্তির নাম সুবোধ চন্দ্র মন্ডল। সে বাঘুটিয়া গ্রামের মৃত ঈশ্বর জগদীশ চন্দ্র মন্ডলের পুত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজের জায়গায় ঘর উত্তোলন করতে না পারায় পরিবারটি মানবেতর জীবন-যাপন করছে।
ভুক্তভোগী সুবোধ চন্দ্র মন্ডল জানান, ১৯৪৭ নং দাগের ৩৪ শতাংশ জমির ১৭ শতাংশ তার নিজের নামে এবং বাকী ১৭ শতাংশ জমি নীল কমল বালা ও নিমাই বালার নামে বিএস রেকর্ড হয়। নীল কমল বালা ও নিমাই বালা তাদের ভাগের ১৭ শতাংশ জমিতে ঘর উত্তোলন করে বসবাস করছে। আমার ভাগের ১৭ শতাংশ জমিতে ঘর তুলতে গেলে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম অন্য ওয়ার্ডের মেম্বার মুরাদকে দিয়ে আমার ঘর তোলা বন্ধ করে দেয়। ৩বছর আগে ঘর তুলতে গেলেও তারা বাধা দিয়েছিল। নীল কমল বালা ও নিমাই বালা প্রভাবশালী হওয়ায় তারা আমার উপর তারা অমানবিক নির্যাতন চালাচ্ছে।
এ ব্যাপারে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম জানান, আমি একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ঘর উত্তোলন বন্ধের নোটিশ পাঠাই। কিন্তু নোটিশ অমান্য করে তারা ঘর তুলছিল, তাই বন্ধ করে দিয়েছি। তবে সুবোধ চন্দ্র মন্ডল কোন নোটিশ পাননি বলে অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, আমরা জন্মের পর থেকে দেখে আসছি এই জায়গাটি সুবোধ মন্ডল ভোগ দখল করে আসছে। এখন তার জায়গাতে ঘর তুলতে গেলে কেন ইউনিয়নের চেয়ারম্যান বন্ধ করে দিলো আমরা তা বুঝতে পারছি না। চেয়ারম্যানের উচিত ছিলো ঘটনাস্থলে এসে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আমাদের জোর দাবী, অসহায় সুবোধকে তার নিজ জায়গায় ঘর উত্তোলনের অনুমতি দেওয়া হোক।