॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আবদুল্লাহ গতকাল ২৩শে জানুয়ারী সকালে পাংশা মডেল থানায় ব্যাংক কর্মকর্তাদের সাথে ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় করেন ।
মতবিনিময় সভায় চেক ডিজওনার মামলার নেপথ্য উদঘাটনসহ সুদে কারবারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের মতামত ব্যক্ত করেন ব্যাংক কর্মকর্তারা। সেই সাথে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশী পদক্ষেপের প্রশংসা করেন তারা।
মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ ব্যাংকের কার্যক্রম পরিচালনায় সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ডের নিরাপত্তা, ব্যাংক ভবনের নিরাপত্তা, দুই লাখের অধিক টাকা উত্তোলন করলে পুলিশ স্টাফের সাহায্য সহযোগিতা নেওয়ার গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা তাদের সমস্যার তথ্য তুলে ধরলে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ মনোযোগ সহকারে তা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এলাকার সুদে কারবারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করে সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আবদুল্লাহ বলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় পুরো জেলা এখন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে সিসি ক্যামেরার সুফল ভোগ করছেন জনসাধারণ। অপরাধ দমন ও প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) জেওএম তৌফিক আজম, এস.আই রবিউল ইসলাম ও এস.আই মামুন-অর রশিদ এবং পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ২৩জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।