Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় আটক ৪ হেরোইনসেবীর ভ্রাম্যমাণ আদালতে ৩মাসের কারাদন্ড

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় হেরোইন সেবনকালে আটক ৪জনকে ৩মাস করে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত ২০শে জানুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লøাহ আল মামুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিমের অভিযানে তাদেরকে আটক করে।
সাজাপ্রাপ্তরা হলো ঃ উত্তর দৌলতদিয়া জলিল সরদারের পাড়ার ছাত্তার মন্ডলের ছেলে শাজাহান মন্ডল(৪৫), সোহরাব মন্ডলের পাড়ার বানু মোল্লার ছেলে আকবর মোল্লা(৪০), দৌলতদিয়া বাজার এলাকার সেন্টু শেখের ছেলে রবি শেখ(২৮) এবং গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নসর উদ্দিন সরদারের পাড়ার (পৌর জামতলা বাজার সংলগ্ন) আঃ আজিজ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ(৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালনকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। রাত ১০টার দিকে তাদেরকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৩মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানো হয়।