Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হারানো মানিব্যাগ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামের বিমল চন্দ্র মন্ডলের ছেলে বিদ্যুৎ চন্দ্র মন্ডল ঢাকাস্থ কর কমিশনারের কার্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত। থাকেন ঢাকাতে। নিজের বিয়ে, তাই এসেছেন বাড়ীতে।
গতকাল ২০শে জানুয়ারী তিনি পূর্বের অর্ডার করা মিষ্টি নিতে মোটর সাইকেলযোগে রাজবাড়ী শহরে আসেন। প্রধান সড়কের জেলা শিল্পকলা একাডেমীর সামনে তার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়। ওই সময়ই কন্ট্রোল রুমে বসে রাজবাড়ী শহরে সদ্য স্থাপিত সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছিলেন। এ অবস্থায় মানিব্যাগ পড়ে যেতে দেখে ডিবির ওসি ওমর শরীফ ও ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন রিক্সাওয়ালা মানিব্যাগটি পেয়ে ভিতরে থাকা টাকা গুনছে। তার কাছ থেকে মানিব্যাগটি নিয়ে অফিসে এসে তারা মানিব্যাগে থাকা কাগজপত্রের সূত্র ধরে মানিব্যাগের মালিক বিদ্যুৎ চন্দ্র মন্ডলকে শনাক্ত করে তাকে ডেকে এনে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম(বার) এর হাত দিয়ে তার হাতে মানিব্যাগটি তুলে দেন। নগদ ১০ হাজারের উপরে টাকা, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র ও কর্মস্থলের পরিচয় পত্রসহ মূল্যবান কাগজপত্র ফিরে পেয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।