Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৪শে জানুয়ারী

॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী নানা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশের দুতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেট।
তারই ধারাবহিকতায় আমিরাত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে গত ১৭ই জানুয়ারী সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেটের হলরুমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে সভায় কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, আইউব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম ও জুলফিকার ওসমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় কনসাল জেনারেল জানান, আগামী ২৪শে জানুয়ারী দুবাই’র রাস আল খাইমা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে ১৬টি দল (দুবাই, শারজা, মাদাম, আজমান, উম্মল কুয়াইন, রাস আল খাইমা, ফুজিরা, আল আইন, বানিয়াছ, আবির, মুসাফ্ফা, শাহামা, দিব্বা, দুলিসকো, খোরপাক্ষান ও আবুধাবী) অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে রাস আল খাইমা ও মাদাম দল পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রদেশেই এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।