Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা আ’লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৩রা জুন বিকেলে স্থানীয় কেনটন চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান.এ শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু ও মেয়ে কানিজ ফাতেমা চৈতী, সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার মিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক মুনির, জেলা জাসদের(আম্বিয়া) সভাপতি স্বপন কুমার দাসসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহাজোটের শরীক ১৪দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা সংযমের মাস রমজানের পবিত্রতা রক্ষা করা এবং এর শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল আলম।