॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৬ই জানুয়ারী রতনদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধন অনুষ্ঠানের পর দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুলের আলমের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ এবং রতনদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
কালুখালীতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত
