Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ইউপি’র ৪ কোটি ১০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৫শে মে দুপুরে দৌলতদিয়া ইউনয়ন পরিষদের কার্যালয়ে ৪কোটি ১০লক্ষ ২৭হাজার ৬২০ টাকার এই বাজেট ঘোষণা করা হয়।
ইউপি’র চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডলের স্বাগত বক্তব্যের পর সচিব মোঃ তৈয়বুর রহমান বাজেট উপস্থাপন করেন। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে বাজেটের অর্থ ব্যয় করা হবে। কর আদায়, লাইসেন্স, পারমিট ফি, ইজারা, সরকারী বরাদ্ধ প্রাপ্তিসহ বিভিন্ন খাত থেকে ধার্যকৃত বাজেটের অর্থ আয় করা হবে বলে জানানো হয়।
দৌলতদিয়া ইউপি’র চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আঃ জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়াম্যান এবিএম নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান মিয়া ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ। এছাড়াও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং আওয়ামীর লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।