Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী বিদ্যুতের সংকট চলছেই॥দুর্ভোগ চরমে

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা সর্বত্র দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম সংকট চলছে। এতে জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
রাজবাড়ী শহরসহ সদর উপজেলা, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলায় পল্ল¬ী বিদ্যুৎ ও পিডিবি’র গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ২৪ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়া গেলেও তার আবার প্রতি ঘন্টায় জ্জ বার করে চলে যায়।
একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে বিদ্যুতের নাজুক সরবরাহ পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিদ্যুৎ না পেয়ে বিভিন্ন এলাকার ক্ষুদ্ধ গ্রাহকরা বিদ্যুৎ কর্মীদের মারপিটও করছে। তারপরও অবস্থার উন্নতি হচ্ছে না।
আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহে কোন উন্নতি হচ্ছে না। কখন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তা বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত বলতে পারছে না।
গোয়ালন্দের অনেক এলাকায় দীর্ঘদিন ধরে লাইনম্যান না থাকায় সামান্য ঝড় বৃষ্টিতেই গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে।
খানখানাপুর বাজারের কম্পিউটার ব্যবসায়ী শিহাব জানান, বিদ্যুতের অভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে লোকসান হচ্ছে। তবে রাজবাড়ী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ সংকটের উন্নতি হবে।