Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলায় বিজয় দিবস পালিত

॥আবুল হোসেন॥ যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে ২১বার তোপধ্বনীর মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সহকারী কমিশনার(ভূমি) মোঃ বদরুদ্দোজা শুভ ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ। পরে আওয়ামী লীগের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি ইউনুস আলী মোল্যা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির পক্ষে হামিদুল হক বাবলু ও লিয়াকত হোসেন, বিএনপির পক্ষে সুলতান নুর ইসলাম মুন্ন মোল্যা ও শহিদুল ইসলাম বাবলু এবং অপরাংশের পক্ষে নিজাম উদ্দিন শেখ, দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, সদস্য সাংবাদিক এম.রাশেদুল হক রায়হান, প্রেসক্লাব, পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উপজেলা সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজকি ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।
সকালে উপজেলা মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, প্রার্থনা ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ক্রিকেট টুর্নামেন্ট এবং সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহিদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্যা, আমিনুল ইসলাম শফি, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।