Site icon দৈনিক মাতৃকণ্ঠ

লক্ষ্মীকোল পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী মহামায়া মন্দির উদ্বোধন

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী মহামায়া মন্দির গতকাল ২৬শে মে বিকেলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন।
মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী, দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, দাদশী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল হোসেন সরদার, দাদশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম লিটন ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন বলেন, সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করবেন। পূজা-অর্চণা করবেন। নিজেদের মধ্যে কোন হিংসা-বিদ্বেষ রাখবেন না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মন্দিরের উন্নয়নের জন্য সাধ্যমতো সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, মন্দিরটি ৪শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। জমি দাতারা হলেনঃ লক্ষ্মীকোল পালপাড়ার বাসিন্দা মনীন্দ্র নাথ পাল, খুশি রাণী পাল ও বিকাশ চন্দ্র পাল।