Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাপানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

॥টোকিও প্রতিনিধি॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা শুরু উপলক্ষে গতকাল ১০ই জানুয়ারী জাপানের টোকিওস্থ বাংলাদেশের দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে।
দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. শাহিদা আকতার বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পায়।’ এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।