Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণ

॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ১০ই জানুয়ারী বিকালে বালিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে ৯হাজার ৬শত টাকা করে, ৩১ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং ১ জন শিক্ষার্থীকে ১৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি সমিতির মধ্যে ১টি করে হারমোনিয়াম বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিধান কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।