Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় অবসরপ্রাপ্ত ৩জন শিক্ষককে কল্যান ট্রাস্টের গ্রাচুইটির চেক প্রদান

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৮ই জানুয়ারী সকালে সদ্য অবসরপ্রাপ্ত ৩জন শিক্ষককে গ্রাচুইটির চেক প্রদান করা হয়েছে।
পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্ট ৩জন শিক্ষককে গ্রাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩জন শিক্ষককে গ্রাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা কল্যান ট্রাস্ট।
অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বেগম নুরুন্নাহার, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নাসিম আখতার, শিক্ষা কল্যান ট্রাস্টের সভাপতি ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, শিক্ষা কল্যান ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক কেএম নজীব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন শিক্ষা কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম।
শিক্ষা কল্যান ট্রাস্টের নেতৃবৃন্দ বলেন, ১৯৮৫ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মজিদের সহযোগিতায় কাচারীপাড়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম রফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষক সুদুরপ্রসারী চিন্তাচেতনা থেকে শিক্ষা কল্যান ট্রাস্ট গঠন করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের আপদসুবিধা ও গ্রাচুইটি প্রদানসহ সামাজিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শিক্ষা কল্যান ট্রাস্ট অবদান রেখে চলেছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা জিপিএ-৫ ও পাশেরহারের পাশাপাশি ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সাহাকে ৩লাখ ৮৩হাজার ৬শত টাকা, হাঁড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেককে ৬লাখ ৫৫হাজার ৪শত টাকা ও দামুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রণব কুমার প্রামানিককে ১লাখ ৯৪হাজার টাকার চেক প্রদান করা হয়। বিদায়ী শিক্ষকদের চেক প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষা কল্যান ট্রাস্টের নেতৃবৃন্দ ও বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।