Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মে বেলা সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্ল¬ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল হাসান পিন্টু ও সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) কে.এম হোসনে মোবারক। এ সময় বিআরটিএ’র কর্মকর্তাগণসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্ত, চালক ও হেলপারগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, একটি সড়ক দুর্ঘটনা মানে একটি পরিবারের সারা জীবনের কান্না। এই বিষয়টি মাথায় রেখে আমাদের পরিবহণ চালকগণসহ সকল চালকগণকে যানবাহন চালাতে হবে। আমরা যারা বিদেশে গিয়েছি বা বিদেশের সড়ক বা মহাসড়ক সম্পর্কে জানি তারা সকলেই স্বীকার করি-আমাদের সড়ক, আঞ্চলিক মহাসড়ক বা মহাসড়ক কোনটিই যে নিয়ম অনুযায়ী তৈরী হওয়ার কথা সেভাবে তৈরী হয়নি। যার কারণে আমাদের মহাসড়কের পাশে হাট-বাজার, বিভিন্ন বসত-বাড়ীসহ মহাসড়ক দিয়ে নছিমন-করিমন, অটোসহ যা মহাসড়ক দিয়ে চলার কথা নয় সেগুলোও চলাচল করে মহসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর সাথে বৃহৎ জনগোষ্ঠীর জীবন-জীবিকা নির্ভর করে বলে তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এই সকল প্রতিবন্ধকতার মধ্যেই আমাদেরকে সচেতন হয়ে সকল ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। পরিবহন শ্রমিকরা জিডিপির প্রবৃদ্ধিসহ দেশের উন্নয়নে সরকারের পাশাপশি বিরাট ভূমিকা রাখছে। তিনি পরিবহন শ্রমিকদের দেশের উন্নয়নে কাজ করাসহ তাদের সন্তানদের শিক্ষিত করার আহবান জানান।
উল্লে¬খ্য, কর্মশালায় দেশের প্রচলিত ট্রাফিক আইন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে ভিডিও ক্লিপ দেখানোসহ প্রশিক্ষণ প্রদান করা হয়।