Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২৫শে মে বিকেল ৫টায় রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা।
দামুকদিয়া সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার মাইনুল ইসলাম হাওলাদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ্ আজিজ, সূর্য্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল, রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল ইসলাম, মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ধুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান, বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার, কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী, প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মেয়েদের বঙ্গমাতা কাপে লাড়ীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গবন্ধু কাপে ট্রাইব্রেকারে মাজবাড়ী হুরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় সূর্য্যদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।