॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম হিরণ ও মাইনদ্দিন মন্ডলের মা এবং সাংবাদিক মনিরুজ্জামানের শাশুড়ী নূরজাহান বেগম গতকাল ৬ই জানুয়ারী বিকাল ৫টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ৭ই জানুয়ারী দুপুরে(বাদ জোহর) রাজবাড়ী শহরের রেলওয়ে নিউ কলোনী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তার মরদেহ আঠাশ কবরস্থানে দাফন করা হবে।
রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক হিরনের মা নুরজাহানের ইন্তেকাল
