Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আলীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

॥স্টাফ রিপোর্টার॥ আদিবাসীদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ রেখে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে গতকাল ২৫শে মে বেলা ১১টায় ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ, জনঅংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে তোলা ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী’র সহযোগিতায় আলীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য জেমস হালদার। আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
বাজেটে বরাদ্দের পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার টাকা। এরআগে সচেতন নাগরিক কমিটি(সনাক), রাজবাড়ী গত ২১শে মে আলীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সনাকের পক্ষ থেকে ওয়ার্ড সভার সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।
সনাকের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাজেটে আদিবাসীদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ১লক্ষ টাকা এবং সুবিধা বঞ্চিত নারী, যুব ও শিশুদের উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। বাজেটে আদিবাসী, সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য বরাদ্দ রাখায় সনাক সহ-সভাপতি আলীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উন্মুক্ত বাজেট সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, সনাক সহ-সভাপতি এডঃ নাজমা সুলতানা, আলীপুর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল জব্বার, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ ছবদার আলী শেখ, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সিদ্দিক বেপারী ও সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম প্রমুখ।
বক্তাগণ বলেন, উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের ফলে এই পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে। আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান বাজেটের ব্যয় স্বচ্ছতার সাথে করার প্রতিশ্র“তি দেন।