॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের ছোট চাচা আলহাজ্ব সোহরাব হোসেন বিশ্বাস(৮৫) গত ২রা জানুয়ারী রাত ৭টা ৪০ মিনিটের সময় পাংশা শহরের নারায়নপুর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের অছিয়তমতে পৈত্রিক গ্রাম বালিয়াকান্দির পূর্ব মৌকুড়ী(ভীমনগর) হাফিজিয়া মাদরাসা সংলগ্ন গোরস্থানে গতকাল ৩রা জানুয়ারী জুম্মার নামাজের পর দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের বড় ছেলে মোঃ নজরুল ইসলাম একজন ব্যবসায়ী ও ছোট ছেলে সুফিয়ান রহমান সুফী রাশিয়া প্রবাসী। আলহাজ্ব সোহরাব হোসেন বিশ্বাস একজন ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১১টার সময় পাংশা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথমবার নামাজে জানাজা এবং বালিয়াকান্দির পূর্ব মৌকুড়ী (ভীমনগর) হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয়বার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পূর্ব মৌকুড়ী (ভীমনগর) হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজার নামাজে মাদরাসার মোহতামিম মাওলানা মোঃ নুরুল হক ইমামতি করেন।
সেখানে জানাজার নামাজে বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দির ইউপি মেম্বার আকরাম হোসেন ও ইমরুল হোসেন পুলকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। এছাড়া সকালে পাংশা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুজ্জামান(শহিদ বিশ্বাস), বিশিষ্ট ব্যবসায়ী খলিল বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, মোঃ নওশাদ আলী চৌধুরী(বাবুল চৌধুরী), সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, অধ্যাপক মোঃ ইজাজুল হকসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
জানা যায়, আলহাজ্ব সোহরাব হোসেন বিশ্বাস এলাকায় সামাজিক সেবা ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রঘু নন্দন সিকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ আলহাজ্ব সোহরাব হোসেন বিশ্বাসের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তান, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।