॥স্টাফ রিপোর্টার॥ ‘স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নামক ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে গত ২৭শে ডিসেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সদস্যরা দিনব্যাপী কয়েকশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি ভবিষ্যতে রক্তের প্রয়োজনের তাগিদে তাদের একটি ডাটাবেজ তৈরী করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর গঠিত ‘স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নামের সংগঠনটির বর্তমান সদস্য ৫৫জন, যারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।