Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী ও সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২রা জানুয়ারী সকালে মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সান মোঃ ইরান, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, পাংশা মডেল থানার এস.আই মোঃ মামুন অর রশিদ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাঃ আবু মুসা আশয়ারী বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা মডেল থানার এস.আই মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস শুকুর ও নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।