॥স্টাফ রিপোর্টার॥ গতকাল বুধবার বছরের প্রথম দিন বই বিতরণ উৎসবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এতে করে প্রায় দেড় লাখ মাধ্যমিক শিক্ষার্থীর হাতে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯২হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এছাড়া উপজেলার সবচেয়ে দুর্গম চরাঞ্চল দেবগ্রাম ইউনিয়নের বেতকা ও রাখালগাছি এলাকায় সরেজমিন গিয়ে এই প্রথম সরকারের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে বই বিতরণ উৎসবে অংশ গ্রহণ করেন। এতে করে বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সোনালী সকাল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও নতুন বই তুলে দেওয়া হয়।
গতকাল বুধবার সকালে সর্ব প্রথম উপজেলা শহরের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
পরে শহরের আরেকটি ঐতিহ্যবাহী বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর মাধ্যমিক শাখা হিসেবে দৌলতদিয়া আঞ্জুমান-কাদরীয়া মাদ্রাসাতুল সাব-ইল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
বই বিতরণ কার্যক্রমে ইউএনও ছাড়াও তাঁর সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসাদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, ইউআরসি ইন্সট্রাক্টর বজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল সহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার অন্যান্য বিভিন্ন বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক জানান, উপজেলার মোট ৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গতকাল বুধবার বছরের প্রথম দিনেই বই বিতরণ উৎসবে প্রায় ৯২ হাজার বই তুলে দেওয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, উপজেলার ৭টি দাখিল মাদ্রাসা ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ৪৩ হাজার নতুন বই তুলে দেওয়া হয়েছে।