॥স্টাফ রিপোর্টার॥ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে ২০১৯ সালকে বিদায় এবং ২০২০ সালকে বরণ করে নিতে গত ৩১শে ডিসেম্বর রাতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড খাজা আক্তার হোসেন চিস্তির আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানটি গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু গভীররাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো) গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাকলী নজরুল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক আমিরুল ইসলাম লিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, আসাফো’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সোবহানসহ গোয়ালন্দ পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ২০১৯ সালকে বিদায় এবং ২০২০ সালকে বরণ করে নিতে রাত আটটার পর থেকে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এ সময় সঙ্গীত পরিবেশন করেন লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিল্পী তৌকির আহম্মেদ, জাকির হোসেন, ফকীর পলাশ বাউল, সুমন বাউল, নুরুল হক মিলন, কামরুল ইসলাম, সোবহান শেখ, সজিব শাহরিয়ার, ইমদাদুল হক পলাশ ওরফে ভায়লিন পলাশ, দোতারা বাবু, ইমরান বাউল, নজির বাউল, আফসানা আক্তার মনিরা ও উত্তম ভক্ত প্রমুখ। গভীররাত পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যায় আগত অতিথি ও দর্শকদের মন জয় করে নেয় এসব শিল্পীবৃন্দের পরিবেশনা।