Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এফএইচ এসোসিয়েশনের সিবিও গঠন সমাবেশ অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপিতে কর্মরত এনজিও এফএইচ এসোসিয়েশনের সিবিও গঠন সমাবেশ-২০১৭ গতকাল ২৩শে মে দুপুরে কাচারীপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
নাসরিন বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম ডিরেক্টর মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর বেলাল হোসেন, রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর (বরগুনা) গৌতম চন্দ্র দাস, রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর (মিড ওয়েষ্ট রিজন) ঝরনা খাতুন ও রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর(ধামরাই) ফারুক আহমদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএইচ এসোসিয়েশনের হাবাসপুর এরিয়া টিম লিডার রুহুল আমিন।
অনুষ্ঠানে হাবাসপুর ইউপি মেম্বার মুকুল বিশ্বাস ও শহিদুল ইসলাম, এফএইচ এসোসিয়েশনের মাছপাড়া এরিয়া টিম লিডার মানিক রামবারী ও ধামরাইয়ের এরিয়া টিম লিডার অর্পনা রায়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ এবং এফএইচ এসোসিয়েশনের ৪০টি দলের ৮৮৩জন মহিলা সদস্য ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০টি দলের মধ্যে ৮টি দলকে সক্ষমতা সনদপত্র প্রদান ও ১টি দলকে শ্রেষ্ঠ দল হিসেবে পুরস্কৃত করা হয়।
শেষে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক আল মাসুদ মাল রচিত পথনাটক “অঙ্গীকার” মঞ্চায়িত হয়। নয়ন কুমার সাহা নির্দেশিত নাটকে আল মাসুদ মাল, নয়ন কুমার সাহা, শামীম হোসেন, আকাশ আলফ্রেড, আশাফুল, সালমান, সাকিব ও আরাফাত অভিনয় করেন। এফএইচ এসোসিয়েশনের সহযোগিতায় হাবাসপুর থিয়েটার নাটকটি মঞ্চায়িত করে।