Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার কাচারীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামে গতকাল শনিবার ২৮শে ডিসেম্বর দুপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাচারীপাড়া এলাকার কৃতি সন্তান ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব(এলএও) মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মন্ডল, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, এনজিও ভোর্ড’র নির্বাহী পরিচালক মিজানুর রহমান পিন্টু, ভোর্ড’র পরিচালক সজল কুমার সাহা ও হাবাসপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুন্নবী মুন্সী। উপস্থাপনা করেন আব্দুর রাজ্জাক রাজা। অনুষ্ঠানে হাবাসপুর ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ শহিদুল ইসলাম, কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম মামুনুর রশিদ, হাবাসপুর ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ জহুরুল হক সবুজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সুবিধা দিচ্ছে। তাদের নিবন্ধন হতে হবে। প্রতিবন্ধী ছেলে-মেয়েদের যত্ন নেওয়াসহ তাদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর জন্য অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার গুরুত্বারোপ করা হয়। সেই সাথে বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুল পরিচালনায় স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত ঃ ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলের পরিচালক মোঃ নুরুন্নবী মুন্সী স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবাসহ তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।