॥স্টাফ রিপোর্টার॥ গত ২৫শে ডিসেম্বর ছিল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালামের ৬৮তম জন্ম দিন।
বর্তমানে তিনি আমেরিকাতে থাকলেও গ্রামের মানুষ তার জন্ম দিনটির কথা ভোলেননি। আর তাই গতকাল ২৭শে ডিসেম্বর সকালে নিজ জন্মস্থান মদাপুর ইউনিয়নের কাঁটাবাড়ীয়া গ্রামে তার প্রতিষ্ঠিত নূরনেছা কলেজে কেক কেটে জন্মদিন পালন করেন গ্রামবাসী।
এর আগে তার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় এনজিও এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মাহমুদুর রশিদ ইমন, নূরনেছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্পনা শারমিন, মদাপুর ইউনিয়নের রেজিষ্টার কাজী মাওলানা হারুনুর রশিদ ও সমাজসেবক মশিউর রহমান মুসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এক সময়ের রাজবাড়ীর অত্যন্ত জনপ্রিয় পুষ্প আইসক্রীমের প্রোপ্রাইটর মোহাম্মদ আব্দুস সালাম স্ব-পরিবারে আমেরিকা থাকলেও দেশের অসহায় ও গরীব মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠিত করেন এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশন নামে একটি বেসরকারী এনজিও। এই এনজিওটির প্রতিষ্ঠাতা তিনি নিজেই। আর সভাপতি হিসেবে মূল দায়িত্ব পালন করছেন তার সহধর্মিনী লিলি আক্তার কুমকুম। এই এনজিওর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, পোষাক, জুতা ও বৃত্তির অর্থ প্রদানসহ অসহায় মানুষের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করে আসছেন।
এখানেই থেমে থাকেননি তিনি। এলাকার মানুষকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত করেছেন নূরনেছা কলেজ। এছাড়াও নিজ গ্রামে একটি হাসপাতাল করারও স্বপ্ন রয়েছে তার।
কালুখালীর নূরনেছা কলেজের প্রতিষ্ঠাতা এম.এ সালামের ৬৮তম জন্মদিন পালিত
