॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই মে বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমীন আক্তার টুকটুকি, ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, কালুখালী থানা অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট(অবঃ) আকামত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সামছুল আলম, হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর আবদুল বাতেন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্ল¬া, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ ও সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।
সভায় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, কালুখালী শিক্ষক সমিতির সভাপতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. ক.এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হাসান, সমবায় কর্মকর্তা মোল্ল¬া সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, প্রত্যেক ইউপির চেয়ারম্যানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের সমস্যা, শূন্য থাকা পদ পূরণ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অবগত হন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।