Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার মাছপাড়ায় স্কুল ছাত্র গুলিবিদ্ধর ঘটনায় জড়িত রিংকু অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির সুলতান মোড়ে গত ২১শে ডিসেম্বর সন্ধ্যারাতে পূর্ব শত্রুতার জেরে গোলযোগে গুলিবিদ্ধ স্কুল ছাত্র আজিম (১৭)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার রাতেই পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রিংকু (২৫)কে অবৈধ অস্ত্র-গুলিসহ আটক করেছে।
আহত আজিম মাছপাড়া ইউপির রামকোল-বাহাদুরপুর গ্রামের আজু মন্ডলের ছেলে এবং মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সে।
অপরদিকে পুলিশের হাতে অবৈধ অস্ত্র-গুলিসহ আটক রিংকু কলিমহর ইউপির মুরাদপুর-তত্ত্বিপুর গ্রামের সেকেন আলীর ছেলে। আজিম ও রিংকুদের মধ্যে গত ২১শে ডিসেম্বর রাত ৮টার দিকে স্থানীয় সুলতান মোড়ে গোলযোগ হয়। গোলযোগে আজিম বাম হাতের বাহুতে ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
জানা যায়, মাছপাড়ায় গোলযোগের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) জে.ও.এম. তৌফিক আজমসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আন্তঃ মহাসড়কের সীমান্তবর্তী এলাকা থেকে রিংকুকে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও দেখানো মতে রাত সোয়া ৩টার দিকে তত্ত্বিপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন মক্তবঘরের পশ্চিম পাশে মেহগনি গাছের গোড়ায় পাতার স্তুপের মধ্য থেকে ১টি বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলি ম্যাগজিনসহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ জানান, গত শনিবার রাতে মাছপাড়ায় গোলযোগের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। সেই সাথে অভিযান চলিয়ে ঘটনার সাথে জড়িত রিংকুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃত রিংকুর দেওয়া তথ্য ও দেখানোমতে রাত সোয়া ৩টার দিকে তত্ত্বিপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন মক্তব ঘরের পশ্চিম পাশে মেহগনি গাছের গোড়ায় পাতার স্তুপের মধ্য থেকে ১টি বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধান চলছে বলে জানান তিনি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিম আশংকামুক্ত বলে জানা গেছে। এ খবর লেখা পর্যন্ত গুলিবিদ্ধ স্কুল ছাত্র আজিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়নি।