Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী চেম্বার অব কমার্সে ডিসি এসপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার সালমা বেগমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ই মে রাত সাড়ে ৮টায় রাজবাড়ী চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) রেবেকা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, কোর্ট ইন্সপেক্টর তারিক কামাল, ইন্সপেক্টর(তদন্ত) মোঃ কামাল হোসেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মোঃ শামীরুল হোসেন, মোঃ মোশারফ হোসেন, অরূপ দত্ত হলি, পরিচালক মোঃ জাকির হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম সফি, আবুল আল মাসুদ, মোঃ নুরুল হক আলম, মোঃ আব্দুস ছালাম মন্ডল, মোঃ মুরাদ হাসান, মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, মোঃ হেদায়েত আলী সোহরাব, মোঃ আজগর আলী বিশ্বাস ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সচিব মোঃ সোহেল মন্ডল প্রমুখসহ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়া। মধ্যম আয়ের দেশে প্রবেশ করতে হলে মাথা পিছু আয় বাড়াতে হবে। আর এই আয় বাড়ানোর মূখ্য কাজটা ব্যবসায়ীরা করছেন। আপনাদের মাধ্যমেই বিভিন্ন ধরণের কর্মসংস্থান গড়ে উঠছে। আয় বাড়ছে। এভাবে আয় বাড়লে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।
পুলিশ সুপার সালমা বেগম বলেন, রাজবাড়ীতে আমি যোগদান করেই বলেছিলাম রাজবাড়ী হবে আমার জেলা। মাদকের বিরুদ্ধে আমরা অবস্থা ছিল জিরো টলারেন্স। আমার বড় একটা প্লান আছে। সেটি হলো পুরো রাজবাড়ী সিসি ক্যামেরার আওতায় আনা। অবশ্য এটি করতে সময় লাগবে।
তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা ডিসি, এসপি হতে পেরেছি। আমরা জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং নারী বান্ধব রাজবাড়ী গড়তে চাই।