Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর কালুখালীতে অবৈধ দুইটি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জলদস্যু রঞ্জু খা গ্রেপ্তার

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার কালুখালীতে অবৈধ ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জলদস্যু রঞ্জু খাঁ (৩৮)কে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
গত ২০শে ডিসেম্বর দিনগত রাত দেড়টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশী ওয়ান শুটারগান, ৪রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু খাঁ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ফজলুল হক খাঁর ছেলে।
গতকাল ২১শে ডিসেম্বর দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত রঞ্জু খাঁ একজন জলদস্যু। দীর্ঘদিন ধরে সে পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তার বিরুদ্ধে পাংশা ও কালুখালী থানায় একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার দিনগত গভীর রাতে সে পাবনা থেকে পদ্মা নদী হয়ে নিজ বাড়ীতে ফিরছিল। গোপন সূত্রে এই সংবাদ পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ্র নেতৃত্বে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে ইলিশ রক্ষা অভিযান চলাকালে পদ্মা নদীতে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও রঞ্জু খাঁর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলদস্যুদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এদিকে জলদস্যু রঞ্জু খাঁর গ্রেফতারের সংবাদে পাংশা ও কালুখালী উপজেলার জেলেরা মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে।