Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় কৃষকদের নিকট থেকে আমন ধান সংগ্রহ উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এলএসডি’র উদ্যোগে লাটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল ১৯শে ডিসেম্বর বিকেলে ফিতা কেটে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ কর্মসূচীর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, ওসি-এলএসডি তারিকুল ইসলাম সবুজ, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার, চালকল মালিক সমিতির সভাপতি দিলীপ দাস, কৃষক প্রতিনিধি সনৎ মিত্রসহ ফুড অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশার ওসি-এলএসডি তারিকুল ইসলাম সবুজ জানান, আগামী ২৮শে ফেব্রুয়ারী-২০২০ পর্যন্ত সরকারী নির্ধারিত মূল্যে ১হাজার ৩৭৫ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে। প্রতিমন ধানের ক্রয়মূল্য ১হাজার ৪০টাকা।