Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গন হতে রক্ষার আশ্বাস দিলেন নবাগত জেলা প্রশাসক

॥শিহাবুর রহমান॥ পদ্মা নদীর ভাঙন হতে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
গতকাল ১৩ই মে দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও সদর উপজেলার বরাট ইউনিয়নের বিভিন্ন ভাঙন এলাকা ঘুরে উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যেই স্কুলটি রক্ষায় অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরঅংশ হিসেবে বাঁশ দিয়ে পাইলিং এর কাজ শুরু করা হয়েছে। এছাড়াও স্থায়ীভাবে স্কুলটি রক্ষার জন্য দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ এম.এ খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, বরাট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীজেন্দ্র নাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার জানান, এই স্কুলটি পদ্মার ভাঙন থেকে রক্ষার্থে জেলা পরিষদের পক্ষ থেকে বাঁশ দিয়ে পাইলিং করার জন্য ১লক্ষ টাকা দেয়া হবে। ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। শুধু এই স্কুলটিই নয় পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্যও ১লক্ষ টাকা দেয়া হবে।
এছাড়াও নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ৪লক্ষ টাকা বরাদ্দ দেয়ার কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি ৪লক্ষ টাকাও দেন তাহলেও এই স্কুলটি পদ্মার ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে।
এরআগে নবাগত জেলা প্রশাসক মোঃ শওকত আলী পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।