Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর কোলারহাট বাজারে গাজীর মার্কেটে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভূত

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপূর ইউনিয়নের কোলারহাট বাজারে অগ্নিকান্ডে বিএনপি নেতা আবুল হোসেন গাজীর মার্কেটের ৯টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল ১১ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মার্কেটের সেকেন মিয়ার সাইকেলের গ্যারেজ ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মার্কেটের রতন দেওয়ানের সারের দোকান, পার্থ দাসের ওষুধের দোকান, ব্যবসায়ী মোসলেম মিয়া, কুমারেশ দাস, শাকিলের ফলের দোকান ও মাসুদ খানের স্টুডিও পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, বালিয়াকান্দি, মধুখালী ও ফরিদপুরের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী, অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোয়ার্দ্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এতে ব্যবসায়ীদের ৮লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।