॥টোকিও প্রতিনিধি॥ জাপানের রাজধানী টোকিও শহরের স্থানীয় একটি হলে গত ৮ই ডিসেম্বর বিকালে জাপান প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে ‘নবান্ন উৎসব’-এর আয়োজন করা হয়।
উৎসবে ছিল চালের গুড়া দিয়ে তৈরী রকমারী পিঠা, বাহারী খাবার, আকর্ষণীয় মিষ্টান্ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ খুলনার আঞ্চলিক কয়েকটি গানও পরিবেশন করা হয়। মনমাতানো এই আয়োজনে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাগণসহ জাপানে বসবাসরত ৫শতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুদূর প্রবাসে বাংলার প্রাণের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়। নিজেদের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি চর্চায় আমাদের এই প্রয়াস।