Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজনীতিক মুক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনায় পাংশা সরকারী কলেজ দৃষ্টান্ত স্থাপন করেছে —এমপি জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ১০ই ডিসেম্বর সকালে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, শিক্ষা বিস্তারে পাংশা সরকারী কলেজের ব্যাপক অবদান আছে। শিক্ষার মানোন্নয়নেও নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মুক্ত পরিবেশে শিক্ষাকার্যক্রম পরিচালনায় পাংশা সরকারী কলেজ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে বিভিন্ন পরীক্ষায় কাংখিত ফলাফল অর্জন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন- শিক্ষা মানে জ্ঞান অর্জন, সুশৃঙ্খল জীবন গঠন। এ ক্ষেত্রে পাংশা সরকারী কলেজের ছাত্র-ছাত্রীরা দৃষ্টান্ত স্থাপন করবে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে তিনি নিয়মিত ক্লাস নেওয়া, ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতকরণসহ নানা দিক-নিদের্শনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী বলেন, কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মত ছাত্র-ছাত্রীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহণ করা হয়। কলেজে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হয়েছে। প্রতিটি শ্রেণি কক্ষসহ কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওয়ায় আনার কার্যক্রম চলছে। অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী মেধা, বুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মান ও পাংশা কলেজ সরকারীকরণে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে পাংশা সরকারী কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন সংলগ্ন জায়গাকে “বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম চত্বর” নামকরণ ঘোষণা করেন। পাংশা সরকারী কলেজকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাংশা সরকারী কলেজে শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আব্দুর রউফ।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান লিটন, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী, কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।