॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৫বছর পর আজ ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এবং প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর থাকার কথা রয়েছে।
গতকাল সোমবার উপজেলা আ’লীগের সম্মেলন উপলক্ষে উপজেলায় মাইকিং করা হয়। এর আগে ২০১৪ সালের ২৮শে ডিসেম্বর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতির খোঁজ খবর নিতে গতকাল সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনায় বসেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
গোয়ালন্দ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। দুপুর পর্যন্ত আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে দলীয় কার্যালয়ে। দ্বিতীয় অধিবেশনে শুধুমাত্র কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এবং গণতান্ত্রিক উপায়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য দলের নেতাকর্মীদের সকল ধরনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী কে কে হচ্ছেন তা পরিষ্কার নয়। একাধিক প্রার্থী আসলে অবশ্যই গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হবে।