Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ দিবসে কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সরকারী কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথবাক্য পাঠ করানো হয়।
“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১০টায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা প্রশাসন, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সফির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সমবায় কর্মকর্তা নজরুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম সিদ্দিকী, শাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, হাজী মোঃ নুরুল ইসলাম, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিদ্দিক মিয়া, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন প্রমূখ।
মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন রুবায়েত হায়াত শিপলু।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নুর জাহান চৌধুরী, সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্নস্তরের সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও’র আহ্বানে দুর্নীতি প্রতিরোধ দিবসে উপস্থিত সকল সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষকসহ সুধিজনদের দুর্নীতি না করার আহ্বান জানিয়ে শপথ গ্রহণের আমন্ত্রন জানান। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান সকলকে শপথ বাক্য পাঠ করান।