Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আমিরাতের শারজায় ‘জয় বাংলা উৎসব’ অনুষ্ঠিত

॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম নামের একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গত ৬ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটির হলরুমে ‘জয় বাংলা উৎসব’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঙালীয়ানা প্রদর্শন এবং আমিরাত প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সামনে বাংলা ও ইংরেজীতে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান।
ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’র সভাপতি লেঃ(অবঃ) কাজী গুলশান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান, আমেরিকান ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর কেভিন, ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি মুনা চৌধুরী, সহ-সভাপতি কণ্ঠশিল্পী এসআই টুটুল, কমল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিতে হবে। দেশে ও বিদেশে বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণের প্রচলন কার্যকর করতে হবে।
দেশে ও বিদেশে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উৎসব পালন করতে হবে।