Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নাবালিকা মেয়েদের ফেরত চান পতিতাপল্লীর ৫জন যৌনকর্মী মা

॥শেখ মামুন॥ নাবালিকা মেয়েদের ফেরত পাওয়ার দাবী জানিয়েছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ৫জন যৌনকর্মী মা।
গতকাল ৬ই ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায়(রয়্যাল টাচ হোটেলের উপরে) সাংবাদিকদের মাধ্যমে তার এ দাবী জানায়।
নাবালিকা যৌনকর্মী মায়েদের লিখিত বক্তব্যে বলা হয়, তারা দীর্ঘদিন পতিতাপল্লীতে যৌন পেশার সাথে জড়িত। আমাদের মেয়েরা বড় হয়ে যাওয়ায় তারাও স্বেচ্ছায় যৌন পেশায় লিপ্ত হয়। গত ২৫শে নভেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল (দুই মহিলা পুলিশ কনস্টেবলসহ সাদা পোশাকের কয়েকজন) দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে তাদের মেয়েদেরকে ধরে নিয়ে আসে। পরে তারা গোয়ালন্দ ঘাট থানায় খোঁজ নিয়ে জানতে পারেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির লোকজন মেয়েদেরকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানতে চাইলে থানা পুলিশ তা না জানিয়ে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যোগাযোগ করার পরামর্শ দেয়। ওই নম্বরে যোগাযোগ করার পর তারা নানাভাবে আমাদেরকে ঘুরিয়ে ৪দিন পর মেয়েদের সাথে কথা বলার সুযোগ দেয়। ওই সময় মেয়েরা আমাদেরকে জানায় তারা ভালো নেই এবং পতিতাপল্লীতে আমাদের কাছে ফিরে আসতে চায়। অনেক চেষ্টার পর মেয়েরা ঢাকায় জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যালয়ে আছে জানতে পেরে গত ২রা ডিসেম্বর আমরা ঢাকার শেরে বাংলা নগর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চাই। আমাদের কথা শুনে শেরে বাংলা নগর থানার পুলিশ তাৎক্ষণিক আগারগাঁওয়ে মহিলা আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে মেয়েদেরকে থানায় নিয়ে আসে। তারা (শেরে বাংলা নগর থানার পুলিশ) আমাদেরকে পরদিন ৩রা ডিসেম্বর মেয়েদের বুঝিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু পরবর্তীতে তারা আর মেয়েদেরকে বুঝিয়ে দেয়নি। বর্তমানে মেয়েরা কোথায় আছে তা আমরা জানি না।
আমাদের ধারণা, মেয়েদেরকে আবারও মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করেছে। আমরা অবিলম্বে আমাদের মেয়েদের ফিরে পেতে চাই। সাংবাদিক সম্মেলনে যৌনকর্মী মায়েদের মধ্যে রুমা আক্তার, জেসমিন আক্তার, সেলিনা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।