Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে এ্যাডভোকেসী সভা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে গতকাল ৫ই ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭-১২ই ডিসেম্বর-২০১৯ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুয়ারা খাতুন সুমি, পাংশা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান.এ.আল মামুন ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা, পুষ্টিমান ও মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, পরিবার পরিকল্পনা প্রভৃতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন। এ্যাডভোকেসী সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, এফপিএ, এফডাব্লিউএ ও এসএসিএমওসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।