Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এয়ারপোর্টে লাগেজ থেকে চুরি করে আম খাওয়ায় ইমিগ্রেশন শ্রমিকের জেল-জরিমানা

॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমান বন্দরের ইমিগ্রেশন বিভাগের এক শ্রমিক বিমানে লাগেজ উঠানোর সময় ফলের ঝুড়ি থেকে চুরি করে ২টি আম খেয়েছিল। সেই অপরাধে তাকে ৩মাসের জেল ও ৫হাজার দিরহাম (বাংলাদেশী মুদ্রায় ১লাখ টাকার বেশী) জরিমানা করেছে আদালত।
জানা গেছে, এক যাত্রীর ফলের ঝুড়িতে আম দেখে লোভ সামলাতে পারেনি ওই শ্রমিক। তাই সে ঝুড়ি খুলে ২টি আম চুরি করে খেয়ে নেয়। দুবাই’র বাজারে আম দু’টির মূল্য ছিল মাত্র ৬দিরহাম, যা বাংলাদেশী মুদ্রায় ১৩৭ টাকার মতো। ওই কর্মচারী ভেবেছিল আশপাশে যখন কেউ নেই তখন তার এই চুরি করে আম খাওয়া কে আর দেখবে। কিন্তু তার ভাগ্যটা খারাপই বলতে হয়। সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে ফেলে বিমান বন্দরের এক নিরাপত্তা কর্মী। সঙ্গে সঙ্গে সে ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেয়। এরপর তাকে আটক করা হয়। এমনকি তার বাড়ীতেও সার্চ করা হয়। তবে বাড়ী থেকে আর কোনো চুরির মাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ধরা পড়ার পর প্রথমে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে ওই শ্রমিক। পরে সে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে বলে, খুব পানির তৃষ্ণা পাওয়ায় সে ফলের ঝুড়ি খুলে ২টি খেয়ে ফেলে। তবে সে যাত্রীদের লাগেজ থেকে আর কিছু চুরি করেনি।
এ ঘটনায় গত ২রা ডিসেম্বর তাকে ৩মাসের জেল ও ৫হাজার দিরহাম জরিমানার আদেশ দেয় দুবাইয়ের একটি আদালত।