॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামীয়া কামিল মডেল মাদরাসার নতুন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ গত ১লা ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেছেন।
অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন অবসরে যাওয়ার পর গত ১৬ই নভেম্বর সুপ্রীম কোর্টের বার ভবনের ১৩০নং কক্ষে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, ডিজির প্রতিনিধি প্রফেসর জিয়াউল আহসান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস সিদ্দিকীসহ নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়োগ পরীক্ষায় ১০জন প্রার্থীর মধ্যে মাওলানা মহিউদ্দিন আহমদ অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন।
গত ১লা ডিসেম্বর মাদরাসা কমিটির সহ-সভাপতি আলিমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, কালুখালী উপজেলার বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ মাদরাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি মাদরাসা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।