॥স্টাফ রিপোর্টার॥ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে গতকাল ২রা ডিসেম্বর সকালে রাজবাড়ীর এনজিও ভিপিকেএ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাগুলো এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস।
এনজিও ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ মানিকের সভাপতিত্বে এবং নাসা’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এনজিও রাস’র নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, সমপদ’র নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার, পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম, ওয়েড’র নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু, অ্যাসেড’র নির্বাহী পরিচালক শাহজাহান সিদ্দিকী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও আলোর দিশারী’র নির্বাহী পরিচালক নূরজাহান চৌধুরী, এসপিএমপি’র নির্বাহী পরিচালক মোকাররম হোসেন, ধরণী’র নির্বাহী পরিচালক তৌফিক-এ-রব্বানী তুহিন, জিজেইউএস’র নির্বাহী পরিচালক মাসুদ রানা ও সম্প্রীতির নির্বাহী পরিচালক আসকার দানিয়েল সিপার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ এনজিও ফাউন্ডেশন দিবসের তাৎপর্য তুলে ধরেন।