Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১০ই মে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূলে চোখের ছানি অপারেশন এবং লিজা হেলথ কেয়ার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকাল ৮টায় মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান।
মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশ বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, আদ্-দ্বীন হাসপাতালের কো-অর্ডিনেটর মোঃ রবিউল হক, পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, ডা.এ.এফ.এম শফি উদ্দিন পাতা, সিনিয়র সাংবাদিক মোঃ জুলফিকার আলী, লিজা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ কুন্ডু, লিজা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক দীপক কুন্ডু, মোঃ নিজাম উদ্দিন, নুরুল ইসলাম ও রিপন খন্দকার, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, আবুল হোসেন শেখ, আব্দুল ওয়াহাব সরদার, রাশিদা ইয়াসমীন ও দূর্গা রানী পালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকার আদ্-দীন হাসপাতাল ও পাংশার লিজা হেলথ কেয়ার হাসপাতালের সহযোগিতায় এবং সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর বিনামূল্যে ছানি আপারেশন এছাড়া তিন শতাধিক রোগীর অন্যান্য রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলানসহ ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন ঃ ডাঃ সমীর কুমার কুন্ডু, ডাঃ দুর্বা হালদার, ডাঃ মোঃ আব্দুল্লাহ শাহরিয়ার, ডাঃ নিহার রঞ্জন সরকার, ডাঃ মলিনা রানী কুন্ডু, ডাঃ মিজানুর রহমান কল্লোল, ডাঃ সন্তোষ কুমার সাহা, ডাঃ এস বিশ্বাস সজল, ডাঃ অনুপম কুমার সাহা, ডাঃ চয়ন সিংহ, ডাঃ আবু রায়হান মোঃ সুজাউদদৌলা, ডাঃ ঈশিতা বিশ্বাস, ডাঃ খোন্দকার তারিকুল ইসলাম, ডাঃ সুপর্ণা বিশ্বাস ও ডাঃ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের কনসালটেন্ট ডাঃ মোঃ শহীদুল ইসলাম এবং বিএসএসএসএমইউ এর কনসালটেন্ট ডাঃ মোঃ মঈনুল হোসেন ও ডাঃ নিরুপম।