॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২৭শে নভেম্বর সকালে ২০ বছরের অগ্রযাত্রা ব্যাংকিং সেবায় নতুন মাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংক এশিয়ার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেককাটা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংক এশিয়ার পাংশা শাখার ইও এন্ড ম্যানেজার অপারেশন মীর শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কে.এম ফজলে আলী ফারুক, মোঃ গোলাম শাহরিয়ার সেন্টু, হাজী মোঃ আলাউদ্দিন বিশ্বাস, মোবায়দুল হক চুন্নু ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ ও ব্যাংক এশিয়ার অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ ব্যাংক এশিয়ার গ্রাহক সেবার উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মাসুদুর রহমান।
পাংশায় ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
